Elife – Terms & Conditions

Elife একটি শিক্ষা-মূলক প্রতিষ্ঠান যেখানে ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন স্কিল শেখানো হয়। আমাদের কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে শিক্ষার্থী নিম্নোক্ত শর্তাবলীতে সম্মত থাকবেন:

১. পুনরায় ভর্তি (Re-enrollment)

একজন শিক্ষার্থী সর্বোচ্চ একবার রি-এনরোলমেন্ট নিতে পারবেন।

রি-এনরোলমেন্ট অবশ্যই কোর্স শেষ হওয়ার ১ মাসের মধ্যে করতে হবে। নির্ধারিত সময়ের পরে রি-এনরোলমেন্ট গ্রহণযোগ্য হবে না।

শিক্ষার্থীকে কমপক্ষে ৮০% ক্লাসে উপস্থিত থাকতে হবে, তাহলেই রি-এনরোলমেন্টের জন্য যোগ্য হবেন।

রি-এনরোলমেন্ট সম্পূর্ণ ফ্রি।

২. রিফান্ড নীতি (Refund Policy)

Elife একটি শিক্ষা-মূলক প্রতিষ্ঠান। এখানে কোনো অবস্থাতেই রিফান্ড প্রযোজ্য নয়।

৩. ক্লাস ও রেকর্ডিং (Class & Recording Policy)

প্রতিটি শিক্ষার্থীকে ক্লাসসহ রেকর্ডিং Google Drive-এর মাধ্যমে প্রদান করা হবে।

রেকর্ডিং নিজ দায়িত্বে সংগ্রহ করতে হবে।

কোনো কারণে রেকর্ডিং লিংক হারিয়ে ফেললে শিক্ষার্থীকে কোর্স চলাকালীন সময়ে যোগাযোগ করতে হবে। কোর্স শেষ হওয়ার পর এ বিষয়ে কোনো সহযোগিতা প্রদান করা হবে না।

৪. কাজ বা চাকরির নিশ্চয়তা (Job/Work Guarantee)

Elife শুধুমাত্র স্কিল শেখায়।

কোনো শিক্ষার্থীকে কাজ, প্রজেক্ট বা চাকরির নিশ্চয়তা দেওয়া হয় না।

৫. সাপোর্ট নীতি (Support Policy)

কোর্স চলাকালীন সময়ে শিক্ষার্থীরা শিক্ষক/সাপোর্ট টিমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

কোর্স সমাপ্তির পর শিক্ষার্থীদের সঙ্গে টিচার/সাপোর্ট টিমের যোগাযোগ রক্ষার কোনো বাধ্যবাধকতা থাকবে না।


👉 দ্রষ্টব্য: কোর্সে ভর্তি হওয়ার মাধ্যমে শিক্ষার্থী স্বয়ংক্রিয়ভাবে উপরোক্ত শর্তাবলীতে সম্মতি প্রদান করবেন